১১ অক্টোবর ২০২৪ তারিখ ভোরে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন উত্তর রামপুর, রহমত নগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজা ও ১৪৭ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যাসায়ীকে আটক করেছে র্যাব- ১১, সিপিসি- ২।
শুক্রবার (১১ অক্টোবর ) র্যাব- ১১, সিপিসি- ২ কুমিল্লার উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃত ব্যাক্তি হলেন
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ঘাসী গ্রাম এলাকার নান্টু সরকার এর ছেলে মোঃ সাগর (৩২)। এসময় সাগরের নিকট হতে মাদকদ্রব্যসহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়।
র্যাব জানায় প্রাথমিক অনুসন্ধানে গ্রেফতারকৃত আসামী মোঃ সাগরকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে দীর্ঘদিন ধরে জব্দকৃত কাভার্ড ভ্যানটি ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল সংগ্রহ করে কুমিল্লা’সহ অন্যান্য জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।
র্যাব জানায় মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে
র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
© www.newsnewstbd.com
নিউজনেস্ট