২৬ সেপ্টেম্বর ২০২৪ র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
২৬ সেপ্টেম্বর ২০২৪ রোজ বৃহস্পতিবার রাতে র্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন পাঁচথুবী ইউ.পির শাহপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম । এ সময় আসামীদ্বয়ের হেফাজত হতে ২,০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো
১৷ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার জালুয়াপাড়া গ্রামের মোঃ মফিজ এর ছেলে মোঃ সোহেল (২৪), ২৷ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার জালুয়াপাড়া গ্রামের নুরুল হকের ছেলে মিজানুর রহমান আলীম (৪০)। র্যাব-১১ জানায় আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার মামলা নং- ৬৭, তারিখ- ২৬/০৯/২০২৪ ইং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) এর সারণি ২৯(ক)/৪১ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।