১৪ অক্টোবর র্যাব ১১ বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণের ফুলতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ১০ কেজি গাঁজাসহ একজনে আটক করেছে র্য্যাব ১১৷
সোমবার (১৪ অক্টোবর ) র্যাব- ১১, সিপিসি- ২ কুমিল্লার উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃত ব্যাক্তি হলো কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার দূর্গাপুর এলাকার মোঃ রফিকুল ইসলাম এর ছেলে মোঃ মোবারক হোসেন (৩৫)। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
র্যাব-১১জানায় যে, গ্রেফতারকৃত আসামী সে দীর্ঘদিন ধরে জব্দকৃত মোটর সাইকেলটি ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যা ব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।