গত ২৬ অক্টোবর ২০২৪ তারিখ রাত ১০.২০ মিনিটে হোমনা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ৬ষ্ঠ
সেমিস্ট্রারের ছাত্র গৌবিন্দ মজুমদার শুভ(২২) তাহার নিজ নামীয় ফেইসবুক আইডি হতে “নবীর সাথে
কৃষ্ণের তুলনা করাই পাপ। কৃষ্ণ সয়ং ভগবান। আর মুহাম্মদ একজন সামান্য মানুষ ছিল। তাও আবার
কেমন মানুষ এবং কেমন চরিত্রের ছিল আশা করি তা সবাই মোটামোটি হলেও জানে” মর্মে একটি স্ট্যাটাস
দেয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে গত ২৭ অক্টেবর ২০২৪ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ অন্যান্য ছাত্র-
ছাত্রীরা আসামীকে গ্রেফতার ও আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে। এই
প্রেক্ষিতে এজাহারকারী মাহমুদুল হাসান(৩০) অভিযোগ দায়ের করলে হোমনা থানার মামলা নং-৮, তারিখ-
২৭/১০/২০২৪ খ্রিঃ, ধারা- ১৫৩-ক/২৯৫/২৯৫-ক/২৯৮ পেনাল কোড-১৮৬০; রুজু হয়।
এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ সুপার, কুমিল্লা মহোদয়ের দিকনির্দেশনায় ও অতি: পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন)
এর প্রত্যক্ষ তত্ত¦বধানে এবং অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লা এর সার্বিক সহায়তায় ও ফোর্সের
সমন্বয়ে ইসলাম ধর্মের মহানবীকে নিয়ে কটুক্তি করার মূল রহস্য উদঘাটন পূর্বক আসামী গ্রেফতারের লক্ষ্যে
একটি চৌকস টিম গঠন করা হয়। তারই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহায়তায় গোপন
সংবাদের ভিত্তিতে অদ্য ২৮ অক্টোবর ২০২৪ তারিখ সন্ধ্যা ০৬:৩০ মিনিটে কুমিল্লার কান্দিরপাড় এলাকা
হতে আসামী গোবিন্দ মজুমদার শুভ (২১) পিতা-জুগল মজুমদার, মাতা-রানি মজুমদার, সাং-ধনারপাড়, থানা-
মতলব দক্ষিন, জেলা-চাঁদপুরকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে সংশ্লিষ্ট থানায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।
© www.newsnewstbd.com
নিউজনেস্ট