নিজস্ব প্রতিবেদক//
কুমিল্লা জেলার বুড়িচং থানার অন্তর্ভুক্ত পরিহল এলাকায় থেকে ৩২ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী কে আটক করেছে র্যাব-১১।
রবিবার (৭ জুলাই) সকালে র্যাব- ১১, সিপিসি- ২ কুমিল্লার উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার (৭ জুলাই) র্যাব-১১, সিপিসি-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন পরিহল এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ৩২ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তি হলো- ১। বলভদী গ্রামের মুরাদনগর থানার কফিল উদ্দিন এর ছেলে মো: ইব্রাহিম (২৬)।
র্যাব আরো জানায় যে, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ ইব্রাহিম (৩৮) জিজ্ঞাসাবাদে জানায় যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য বিদেশী মদ সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
© www.newsnewstbd.com
নিউজনেস্ট