মঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে, বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

এ. এইচ.পারভেজ:
মার্চ ২৫, ২০২৫ ৯:০৮ অপরাহ্ণ
পঠিত: ৯২ বার

কুমিল্লা মহনগরে বিদ্যুৎ সংযোগ চলমান অবস্থায় হালিম (৪০) নামের এক শ্রমিক বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা যায়।

জানাযায় আজ বিকেল ০৪ টায় মহনগড়ের মুন্সেফ বাড়ি এলাকার সুজন নামের এক ব্যাক্তির লাইন সংযোগ মেরামতের জন্য পিডিবি বিদ্যুৎ অফিসে অভিযোগ পেলে
বিদ্যুৎ অফিস থেকে লাইন মেরামতের জন্য হালিম’কে তার সহযোগীদেরসহ পাঠানো হয়।

হালিম বিদ্যুৎ পোস্টে উঠার পূর্বে জাঙ্গালীয়া পিডিবি অফিসে দায়িত্ব্যরত কর্মকর্তাকে ১১ হাজার ভোল্টেজ লাইন সাময়িক বন্ধের জন্য জানান। হালিম নিশ্চিত হয়ে লাইন মেরামতের জন্য মই দিয়ে বিদ্যুৎ পোস্টে ওঠেন ও অভিযোগ নিশ্পত্তির জন্য কাজ শুরু করাবস্থায় হঠাৎ বিদ্যুৎ লাইনের ১১ হাজার ভোল্টের সংযোগ চলে আসলে সাথে সাথে বিদ্যুৎ এর শক খেয়ে উপর থেকে নিচে পড়ে যান। তাকে তাৎক্ষণিকভাবে কুমেক হসপিটালে তার সহকর্মীরা নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হালিমের বাড়ি মহনগরের ঢুলি পাড়া এলাকায় তিনি মৃত আব্দুল মান্নানের ছেলে। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

এ বিষয়ে পিডিবি ‘র সাব স্টেশন ইঞ্জিনিয়ার মশিউর’কে মুঠোফোনে বিদ্যুৎ বন্ধ করার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন আমি কোন কিছু জানি না, আমি মর্মাহত অবস্থায় আছি, বক্তব্য প্রদানের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন আমার উপরে যিনি রয়েছেন তিনি প্রদান করবেন। ওনার উপরস্থ কর্মকর্তার নাম্বার চাইলে তিনি বলেন আমার নাম্বার যেভাবে সংগ্রহ করেছেন সেভাবে সংগ্রহ করেন এই বলে তিনি ফোন কেটে দেন৷

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম মুঠোফোনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এই দিকে ঈদের আগেই এমন দুর্ঘটনায় পরিবারে বইছে শোকের মাতম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - কুমিল্লা

আপনার জন্য নির্বাচিত