নিজস্ব প্রতিবেদক //
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
শুক্রবার সকালে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাঁইচাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সিদ্দিকুর কুদ্দুকুর রহমান (৫০)। তিনি উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাঁইচাপাড়া গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের জেরে বাক-বিতণ্ডার হয়। পরে সমাধানের আশ্বাসে শুক্রবার সকাল ৯টায় সালিশী বৈঠকের আয়োজন করে স্থানীয়রা৷ ওই বৈঠকে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্থানীয় ইউপি সদস্য আমির হোসেনের নেতৃত্বে বিএনপির সমর্থকদের উপর হামলা চালায়। এ সময় সিদ্দিকুর ঘটনাস্থলেই নিহত হন৷ এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন।
এদিকে, ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নয়ন মিয়া বলেন, ঘটনার পরপরই সেনাবাহিনীদের সঙ্গে পুলিশ সদস্যরা কাজ করছে। এখনও ঘটনাস্থলেই আমরা রয়েছি। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।