মঙ্গলবার , ৩০ জুলাই ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় বরুড়ায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

ঢাকা আউটলুক ডেস্ক :
জুলাই ৩০, ২০২৪ ৮:০৮ অপরাহ্ণ
পঠিত: ১২২ বার

নিজস্ব প্রতিবেদক //

কুমিল্লা বরুড়া উপজেলায় নিজের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা করম আলীকে (৫৫) আটক করেছে বরুড়া থানা পুলিশ।

মঙ্গলবার (৩০ জুলাই) দিবাগত রাতে উপজেলার বরুড়া বাজার থেকে তাকে আটক করা হয়। তিনি ঝলম ইউনিয়নের নোয়াদ্দা গ্রামের সুজত আলীর ছেলে।

এ ঘটনায় বরুড়া থানায় মামলা দায়েরের পর নির্যাতিত শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয় বলে জানিয়েছেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী।

জানা যায়, গত বুধবার বরুড়ায় নিজ বাড়িতে মেয়েকে একা পেয়ে ধর্ষণ করে এ পাষণ্ড বাবা। পরে মেয়ে চিৎকার দিলে তার মা দেখে মেয়ের ধর্ষণের চিত্র। পরে স্বামী তার স্ত্রী ও মেয়েকে দা দিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখালে আর কাউকে ঘটনাটি জায়নায়নি। ছেলে মায়ের কাছ থেকে ঘটনার বিবরণ পেয়ে বরুড়া থানায় গেলে পুলিশ সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে।

মেয়েটির মা জানান, আমার স্বামী শ্রমিকের কাজ করে। সে এখন শুধু জুয়া খেলে নেশা করে আর টাকা খরচ করে। সংসারে তেমন খরচ দেয়না। আমি কোন রকম মানুষের বাড়িতে কাজ করে দিনযাপন করি। গত বুধবার রাতে আমার অজান্তেই রাতে মেয়েকে জোর করে ধর্ষণ করে। আমি দেখে ফেললে আমাকে ও আমার মেয়েকে দা দিয়ে ভয়ভীতি দেখায়। পরে আমার ছেলে ফয়েজকে ঘটনা জানালে সে পুলিশের কাছে গেলে পুলিশ মামলা নিয়ে তাকে আটক করে। আমি আমার মেয়ের ধর্ষণকারী এমন কুলাঙ্গার স্বামীর ফাঁসি চাই।

এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে করম আলী মেয়েকে ধর্ষণের দায় স্বীকার করেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয় এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত করম আলীকে কুমিল্লা আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।    ©www.newsnestbd.com, address: 10/3/1 Toynbee Circular Road, Motijheel Dhaka-1000.

সর্বশেষ - কুমিল্লা

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লার সদর দক্ষিণে দিনে দুপুরে যাত্রপুর মধ্যমপাড়ায় ডাকাতির ঘটনা ঘটেছে।

নিখোঁজের সাত দিন পর শিশু মুনতাহার লাশ উদ্ধার

ছাত্রলীগ মিছিল করলেই গ্রেফতার : ময়নুল ইসলাম

কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ০২

কুমিল্লা সদর দক্ষিনে গোলাম সারওয়ার ও আব্দুল হাই বাবলুসহ ৯৬ জন ও অজ্ঞাত ১৫০-২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের

কুমিল্লায় ০৪ কেজি গাঁজা’সহ আটক এক

ছাত্র-জনতার উপর হামরা ও বিস্ফোরক মামলায় ছাত্রলীগের নেতা জসীম গ্রেফতার

সংখ্যালঘুদের ক্ষতিপূরণ দেওয়া হবে: নাহিদ ইসলাম

কুমিল্লায় র‍্যাব এর অভিযানে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার দুই

বাংলাদেশের সংবিধানের মূলনীতিসমূহ, হাত দিলেই সাপের মত ছোবল মারবে!