আজ কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা(ডিবি-পুলিশ) এর পৃথক তিনটি অভিযানের প্রথম অভিযানে দুইটি দেশীয় তৈরী এলজি আগ্নেয়াস্ত্র ও একটি তালা কাটার যন্ত্র উদ্ধার করে, দ্বিতীয় অভিযানে ২৬ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন, ৩য় অভিযানে ২০৫ বোতল ফেন্সিডিল সহ একজনকে গ্রেফতার করেন।
উক্ত বিষয় কুমিল্লা জেলা ডিবি পুলিশ জানায় যে, আজ ০৭/১২/২০২৪ইং তারিখ রাত আনুমানিক ১২:৩০ মিনিট সময় জেলা গোয়েন্দা শাখা কুমিল্লার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে নাঙ্গলকোট থানার বাঙ্গরডা বাজার এলাকার পরিত্যক্ত অটো রাইস মিলে অভিযান পরিচালনা করে স্থানীয় সাক্ষীদের উপস্থিততে মালিকবিহীন দুইটি দেশীয় তৈরী এলজি আগ্নেয়াস্ত্র ও একটি তালা কাটার যন্ত্র উদ্ধার করে।
কুমিল্লা ডিবি পুলিশ ২য় অভিযান পরিচালনা করেন বিকেল তারিখ ০৩:২০ মিনিটের সময় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার বিজয়পুর ইউনিয়নের ঘোষগাঁও এলাকা হতে ২০৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ ফয়সাল (৩০), পিতা- হুমায়ুন কবির, মাতা-রাখী বেগম, গ্রাম-ঘোষগাঁও (রামনগর), বিজয়পুর ইউপি, থানা-সদর দক্ষিণ মডেল, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করে।
পরে আবারও গোপন সংবাদের ভিক্তিতে সন্ধ্যা ০৭.০৫ মিনিটে সময় ৩য় অভিযান গোপন সংবাদের ভিক্তিতে পরিচালনা করেন কুমিল্লা আমতলী এলাকার চট্টগ্রাম-টু-ঢাকা গামী মহাসড়কের রাস্তার উপর হতে ২৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ আরিফুল ইসলাম (২০), পিতা-এরশাদ মিয়া, সৎপিতা-আবুল হোসেন, মাতা-হোসনেয়ারা বেগম, স্থায়ী: গ্রাম-দিলালপুর, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করা হয়।
উক্ত ঘটনার প্রেক্ষিতে কোতয়ালী মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।