নিজস্ব প্রতিবেদক //
১২ জুলাই সন্ধ্যা ০৭:১০ মিনিটে জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার বাবুর্চি বাজার এলাকায় চট্টগ্রাম-ঢাকাগামী মহাসড়কের উপর হতে ৬০(ষাট) কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীরা হলো: কমলপুর গ্রামের সেলিম মুন্সির ছেলে আশিকুল ইসলাম মুরাদ(১৯), চান্দিশকরা গ্রামের আব্দুল জলিলের ছেলে নাঈম হোসেন(২০), লক্ষীপুর গ্রামের হাজী এনামুল হকের ছেলে সাঈদ আব্দুল্লাহ আল সাহাব সিয়াম(১৯), উভয় আসামীদের থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা।
উক্ত ঘটনার প্রেক্ষিতে চৌদ্দগ্রাম থানার মামলা নং- ১৬, তারিখ-১৩/০৭ /২৪ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১৯(গ) রুজু করা হয়।
© www.newsnewstbd.com
নিউজনেস্ট