
পবিত্র রমজান মাসের নির্ধারিত ডিলারদের পাশাপাশি ভ্রাম্যমান তেল, ছোলা, ডাল, চিনি বিক্রি করছে টিসিবি।
বিগত স্বৈর শাসকের দলীয় ডিলাররাই এখনো সিন্ডিকেট করে টিসিবির পণ্য বিক্রি করছে। জুলাই বিপ্লবের পরে ইউনূস সরকার দ্রব্যমূল্য জণগনের সামর্থের মধ্যে রাখতে ভোজ্যতেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কুমিল্লা মহানগরীর শিক্ষা বোর্ড মসজিদের সামনে ন্যায্য মুল্যে বিক্রি করতে দেখা যায়।
বিশ্বস্ত সূত্রে প্রকাশ বিগত মাফিয়া সরকারের আমলে টিসিবির ডিলারদেরকে কুমিল্লা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে দলীয় বিবেচনায় টিসিবির লাইসেন্স বাতিল না করে বহাল রাখায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যার ফলে ঠিকারদাররা স্বজন প্রীতি দেখিয়ে আসছে বলে অভিযোগে প্রকাশ। যারা দীর্ঘ সময়ে লাইনে দাড়িয়ে থেকেও সম্মুখে থাকা লোকজনদের কে পণ্য বিক্রি করে আসছে বলে অভিযোগ রয়েছে।
পথচারী বক্তা জানান, টিসিবি পণ্য এভাবে আমরা পাইনি, তারা পুরো এলোট চোরাই সিন্ডিকেটের মধ্যে বিক্রি করে দিত। বর্তমানে তদারকি থাকায় মাঝে মাঝে রাস্তার বিভিন্ন মোড়ে পণ্য সামগ্রী বিক্রি হলেও ২৪ এর গণ আন্দোলনের পরে আওয়ামী সরকারের সমর্থিত লোকদের টিসিবিল লাইসেন্স বলবৎ থাকায় তারা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি জন্য জনগণের না বিশ্বাস সৃষ্টির লক্ষ্যে ষড়যন্ত্র করে আসছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। অনতিবিলম্বে ওইসব লাইসেন্স বাতিল করে দেশ প্রেমিক বাংলাদেশের জাতীয়তাবাদী বিশ্বাসী বুকের মাঝে টিসিবির লাইসেন্স প্রধানের সচেতন নাগরিক সমাজ।