কুমিল্লা জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত ‘পুলিশ বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা’ শীর্ষক এক অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয় কুমিল্লা জেলায় জন্মগ্রহণকারী ২৫২ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারবর্গদের মাঝে। মহান স্বাধীনতা যুদ্ধে বীর পুলিশ সদস্যদের আত্নত্যাগ, অসম সাহসীকতা ও গুরুত্বপূর্ণ অবদানকে স্মরণ করার লক্ষ্যে কুমিল্লা জেলায় বসবাসরত পুলিশ মুক্তিযোদ্ধাগণকে অদ্য ১৬/১২/২০২৪খ্রি: কুমিল্লা জেলা পুলিশ লাইন্সে অবস্থিত শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান- ২৫২ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন মহোদয়। এছাড়াও উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
© www.newsnewstbd.com
নিউজনেস্ট