কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার অন্তর্ভুক্ত আমড়াতলী এলাকায় বুড়িচং-টু-কুমিল্লা গামী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ ০২ জনকে আটক করতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ।
তিনি জানান গোপন সংবাদ পাওয়া মাত্রই জীবন বিশ্বাস, এএসআই মোহাম্মদ ফোরকান, মোঃ আসাদ মিয়া, সানি বড়ুয়া, নুরুল ইসলামসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সদের নিয়ে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে
এ সময় ভোর ০৪:৩০ ঘটিকায় ঘটনাস্থল কোতয়ালী মডেল থানাধীন আমড়াতলী ইউপির কবিরাজ বাজারস্থ জামাল হোসেন এর চা দোকানের সামনে বুড়িচং-টু-কুমিল্লা অনুমান ১০ মিনিট পর ঢাকা-মেট্রো-ট-১৬-৪৩৭৯ রেজিঃ নাম্বারের একটি কার্গো ট্রাক গাড়ী আসতে দেখতে পেয়ে থামানোর জন্য সংকেত দিলে ডিবি পুলিশ দেখে চালক উক্ত স্থানে গাড়ীর চালক গাড়িটি থামায় পরবর্তীতে গাড়ীটি তল্লাশী করে গাড়ীর বডির নিচে চেসিস এর সাথে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় খাকী স্কচটেপ দ্বারা মোড়ানো মোট ২০(বিশ) টি পোটলা, প্রতি পোটলায় ০২(দুই) কেজি করিয়া মোট (২০×২)=৪০(চল্লিশ) কেজি গুড়া গাঁজা উদ্ধারকরা হয়।
আটককৃত ব্যাক্তিরা হলো ১৷ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার আমানগন্ডা (বাচ্চু মিয়ার বাড়ী) এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে মোঃ আজাদ মিয়া(৪৫), ২৷ কুমিল্লা জেলার বুড়িচং দক্ষিণ গ্রাম (উত্তর পাড়া)-নোমান মাষ্টারের বাড়ী এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে মোঃ রমজান আলী (৫০)৷ উক্ত সময়ে ট্রাকটিকে জব্দ করা হয়।
এ ঘটনায় জীবন বিশ্বাস বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়।
© www.newsnewstbd.com
নিউজনেস্ট