নিজস্ব প্রতিবেদক //
কুমিল্লায় ১ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
১১ জুলাই র্যাব- ১১, সিপিসি- ২ কুমিল্লার উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার (১১ জুলাই) ভোররাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন মতিনগর এলাকায় অভিযান পরিচালনা করে।
১১ জুলাই বৃহস্পতিবার ভোররাতে জেলার কোতোয়ালি মডেল থানাধীন মতিনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, কুমিল্লা কোতোয়ালি মডেল থানার মতিনগর গ্রামের মো. সাদেক মিয়ার ছেলে মো. কাইয়ুম মিয়া (২৪), একই গ্রামের মো. নুরু মিয়ার ছেলে মো. লিমন হোসেন (২৪), কুমিল্লার দাউদকান্দি থানার তালতলী গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. সোহাগ হোসেন (২৬) ও কুমিল্লা কোতয়ালি মডেল থানার বারপাড়া গ্রামের মো. হালিম মিয়ার ছেলে মো. ইয়াছিন (২৩)।
র্যাব জানায়, আসামিদেরকে জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা দীর্ঘদিন ধরে জব্দকৃত মোটরসাইকেল ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।
© www.newsnewstbd.com
নিউজনেস্ট