নিজস্ব প্রতিবেদক //
পুলিশ সূত্রে জানা যায় যে গোপন সংবাদের ভিত্তিতে ০২ জুলাই ২০২৪ রাত্র ১১.৪৫ মিনিটে চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিঃ)/নাজিম উদ্দিন ভূইয়া সঙ্গীয় ফোর্সসহ চৌদ্দগ্রাম থানা এলাকায় রাত্রীকালীন ডিউটি করা সময়ে চৌদ্দগ্রাম থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মুখী লেনে আলকরা ইউনিয়নের পদুয়া বাজারের পাকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করাকালে একটি কাভার্ডভ্যান আসতে দেখে থামানোর সংকেত দেয়। উক্ত সময় কাভার্ডভ্যান এর চালক এবং হেলপার পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি বন্ধ করে পালানোর চেষ্টাকালে জনগন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় কাভার্ডভ্যান এ তল্লাশী করে ৭২০ বোতল ফেন্সিডিলসহ ০২ জনকে আটক করা হয়।
আটকৃতরা হলো ১। সোনাডাঙ্গা থানার বড় বয়রা গ্রামের আব্দুর রহমানের ছেলে বাবুল সিকদার(ড্রাইভার) (৪০), জেলা: খুলনা, ২। পতেঙ্গা থানার চরপাড়া গ্রামের মোঃ কাশেমের ছেলে মোঃ সাদেক হেলপার(৩৪), জেলা: চট্টগ্রাম।
উক্ত ঘটনায় কুমিল্লা এর চৌদ্দগ্রাম থানার মামলা নং-০৭, তারিখ-০৩/০৭/২০২৪ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ)/৩৮/৪১ রুজু করা হয়।