চাঁদপুরের শাহরাস্তিতে হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যক্ষ তামজিদ হোসেনের বিরুদ্ধে প্রতিষ্ঠানের অর্থ ও এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত করার লক্ষ্যে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রোববার (৭ জুলাই) সকালে শাহরাস্তি উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করা হয়।
এ সময় উপস্থিত শিক্ষার্থীরা বলেন, আমাদের কলেজের অধ্যক্ষের অর্থ ও নারী কেলেঙ্কারি অভিযোগের সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। গত ২৭ জুন কলেজের ৮জন শিক্ষক অধ্যক্ষের বিরুদ্ধে শাহরাস্তি ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ করেন।
জানা যায়, চাঁদপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যক্ষ তামজিদ হোসেন দায়িত্ব নেওয়ার পরেই নানা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। এরমধ্যে কলেজের নিয়োগের ক্ষেত্রে শিক্ষক ও মেডিকেল অফিসারদের অর্থ লোপাট, বিভিন্ন সময়ে ১ম বর্ষ থেকে ৪র্থ বর্ষ এবং ইন্টার্নশিপের আয় কলেজে জমা না দিয়ে কুক্ষিগত করা, হিসাব রক্ষণের আয় ব্যয়ে গরমিল করা, এক শিক্ষককে অন্য শিক্ষকের পেছনে লিলিয়ে দেওয়া, শিক্ষক হাজিরা খাতা তৈরি না করা, মনগরা অডিট তৈরি করে তা পছন্দের শিক্ষকদের দিয়ে পাশ করিয়ে নেওয়াসহ ছাত্রীদের নানা সময়ে কুপ্রস্তাব দিয়ে কলেজের ভাবমূর্তি ক্ষুন্ন করে চলেছেন।
শাহরাস্তির ইউএনও মো. ইয়াসির আরাফাত অভিযোগের বিষয়টি আমলে নিয়ে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন।
অভিযোগ প্রসঙ্গে চাঁদপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যক্ষ তামজিদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত চলমান আছে। মামলা চলমান অবস্থায় আমি এই বিষয়ে কোন কথা বলতে চাই না।
চাঁদপুরের শাহরাস্তি থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, ফেসবুকে দেখলাম এই কাণ্ড নিয়ে লেখালেখি। তবে থানায় কেউ এ বিষয়ে কোন লিখিত বা মৌখিক অভিযোগ করে নি।
সূত্র কালবেলা
© www.newsnewstbd.com
নিউজনেস্ট