শুক্রবার , ১৫ নভেম্বর ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

একেএম মকছুদ আহমেদকে ‘রত্ন সাংবাদিক’ উপাধি ঘোষণা রাঙ্গামাটি যাচ্ছেন সাংবাদিক কমিউনিটি (বিএসসি) নেতারা

নিজস্ব প্রতিবেদক:
নভেম্বর ১৫, ২০২৪ ১:২৫ পূর্বাহ্ণ
পঠিত: ৮ বার

পার্বত্য সাংবাদিকতার পথিকৃৎ ইত্তেফাক প্রতিনিধি ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ এর সাংবাদিকতার ৫৫ বছরপূর্তিতে বিশেষ সম্মাননা জানাবে বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)। সাংবাদিকতায় অসামান্য অবদান রাখায় তাকে ‘রত্ন সাংবাদিক’ উপাধি প্রদানের ঘোষণা দিবে সংগঠনটি।

১৬ নভেম্বর শনিবার সকালে রাঙ্গামাটি প্রেসক্লাব আয়োজিত জমকালো অনুষ্ঠানে বিএসসি নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন এবং এ কে এম মকছুদ আহমেদকে বীরোচিত সংবর্ধনা প্রদানসহ ‘রত্ন সাংবাদিক’ এর ক্রেস্ট, উত্তরীয়, সম্মাননাসহ অন্যান্য উপহার তার হাতে তুলে দিবেন। এছাড়াও সাংবাদিকতায় অদ্বিতীয় রেকর্ডধারী এ কে এম মকছুদ আহমেদকে একুশে পদকসহ রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের জন্যও বিএসসি আনুষ্ঠানিক দাবি তুলবে বলে জানা গেছে।
রাঙ্গামাটি প্রেসক্লাবের আমন্ত্রণে এরইমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে বিএসসি নেতৃবৃন্দ রাঙ্গামাটি যাচ্ছেন বলে খবর পাওয়া গেছে। সংগঠনটির উপদেষ্টা, অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমন জানিয়েছেন, দেশের সাংবাদিকতায় অসামান্য অবদান রাখা এই গুণী সাংবাদিককে মর্যাদা দিতে রাঙ্গামাটি প্রেসক্লাব প্রশংসিত উদ্যোগ নিয়েছে। সেখানে বিএসসি নেতৃবৃন্দকে বিশেষভাবে আমন্ত্রণ করায় তিনি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল এবং সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
রাঙামাটি প্রেসক্লাবের উদ্যোগে তিন পার্বত্য জেলার সাংবাদিকতার পথিকৃৎ, দৈনিক ইত্তেফাকের প্রবীণ সাংবাদিক, স্থানীয় গিরিদর্পণ ও বনভূমির সম্পাদক একেএম মকছুদ আহমেদ এর গৌরবময় ৫৫ বছরপূর্তিতে বিশেষ আলোচনা, সংবর্ধনা প্রদানসহ নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)’র পক্ষ থেকে একেএম মকছুদ আহমেদকে ‘রত্ন সাংবাদিক উপাধি’ ঘোষণা দেওয়া হবে। রাঙ্গামাটি প্রেসক্লাবের উদ্যোগ ও আয়োজনকে প্রাণবন্ত করতে বালাদেশ সাবাদিক কমিউনিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়িসহ বৃহত্তর কুমিল্লার নেতারা রাঙ্গামাটির অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকবেন। এ নিয়ে স্থানীয় গণমাধ্যম কর্মিদের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিএসসি নেতাদের ঘিরে বিভিন্ন অনুষ্ঠান
—————-
রাঙ্গামাটিতে বিএসসি নেতাদের উপস্থিতি ঘিরে নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। ১৬ নভেম্বর সকালে প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানের পর একইদিন সন্ধ্যায় রিজার্ভ বাজারের হোটেল গ্রীণ ক্যাসেল টপ ফ্লোরে অনুষ্ঠিত হবে বিএসসি আয়োজিত “পর্যটন বিকাশে সাংবাদিকদের ভূমিকা” শীর্ষক বিশেষ মত বিনিময় অনুষ্ঠান। সেখানে পর্যটন সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারসহ সরকারি পদস্থ কর্মকর্তাবৃন্দ এবং জেলার সাংবাদিকরা অংশগ্রহণ করবেন। আলোচনা শেষে পর্যটন খাতের সমৃদ্ধি অর্জন সংক্রান্ত সুপারিশমালা প্রস্তুত করবে বিএসসি।
এদিন রাতে বিএসসি নেতৃবৃন্দের সম্মানে বিভিন্ন শিল্প গোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠানাদির আয়োজন করেছে। ১৭ নভেম্বর রাঙ্গামাটি ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে নৌ ভ্রমণের ব্যবস্থা রয়েছে।
দু’দিন ব্যাপী অনুষ্ঠানমালার সমন্বয়ক, বিএসসি’র কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক বৈশাখী টেলিভিশন প্রতিনিধি মুহাম্মদ কামাল উদ্দিন জানান, রাঙামাটিতে আয়োজিত প্রতিটি অনুষ্ঠানই হবে আকর্ষণীয়, জমকালো। সব মিলিয়ে ১৬ ও ১৭ নভেম্বর পার্বত্য জেলা রাঙ্গামাটি জুড়ে থাকবে বিএসসি নেতৃবৃন্দের সরব পদচারণা, ব্যস্ত সময় কাটাবেন তারা। ঢাকার বাইরে জমকালো সাংগঠনিক অভিষেকও ঘটবে রাঙ্গামাটির পাহাড়ে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।    ©www.newsnestbd.com, address: 10/3/1 Toynbee Circular Road, Motijheel Dhaka-1000.

সর্বশেষ - কুমিল্লা

আপনার জন্য নির্বাচিত

১২ সিটি করপোরেশনের কাউন্সিলরদের অপসারণ

ধর্মীর নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কৃষককে আওয়ামী লীগের সভাপতি বানিয়ে মামলায় ফাঁসানোর অভিযোগ করা হয়েছে

পূজার ডিউটিতে আনসার থেকে লাখ টাকার বাণিজ্য

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের প্রয়োজনে ১৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা

কুমিল্লার রাজনীতিবিদ মরহুম আফজাল খানের স্ত্রী আর নেই

কুমিল্লায় ডিবি পুলিশের পৃথক অভিযানে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক সহ গ্রেফতার ০২

মুরাদনগরে পুরাতন সিলেবাসে দশ মিনিট চলে এইচএসসি পরিক্ষা।

আমেরিকার ভাগ্য ভারতের হাতে!

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুহাম্মদ রায়হান উদ্দিনের পদত্যাগ