এ.এইচ.পারভেজ//
টানা বৃষ্টিতে কুমিল্লা সদর দক্ষিণে সৃষ্টি হয়েছিল জলাবদ্ধতা। এতে পানিবন্দি অবস্থায় ছিলো ১৯টি বাড়ির মানুষ। বিশেষ করে উপজেলার বারপাড়া ইউনিয়নের বড় ধর্মপুর কলেজপাড়া এলাকায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা ছিলো না।
ছবি: কাজ করার সময়
সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হইতো জলাবদ্ধতা। লাগাতার বৃষ্টিতে গ্রামের ঘরবাড়িতে পানি বেড়ে যায়। আর এ পানি যাওয়ার কোনো রাস্তা না থাকাতে ফলে টানা বৃষ্টির কারণে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতেই আটকা পড়েছে ১৯টি পরিবার। স্থানীয় প্রতিনিধি সমস্যা সমাধান করতে না পারায় পরে বিষয়টির সংবাদ প্রকাশ হলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানমের নজরে আসে। পরে তিনি ওই গ্রামে গিয়ে স্থানীয় জনগণের সাথে কথা বলে ড্রেনেজ ব্যবস্থা করে দিয়ে ১৯টি পরিবারকে পানিবন্দি থেকে মুক্ত করেন।
স্থানীয়রা জানান, বড় ধর্মপুর কলেজপাড়া গ্রামের ১৯টি পরিবার পানিবন্দি। পানিবন্দি অবস্থায় থাকায় মানুষের গোয়ালঘর, রান্নাঘর ও বসতবাড়ি পানি আটকে যাওয়াত করতে না পেরে সবাই গৃহবন্দি ছিলো। ইউএনও ম্যাডামের সহযোগিতায় জলাবদ্ধতা থেকে মুক্তি পায় আমাদের গ্রামের মানুষ। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান সেলিম বলেন, টানা বৃষ্টির কারণে পানি যাওয়ার ব্যবস্থা ছিলোনা। এখন যেহেতু ড্রেনেজ ব্যবস্থা হচ্ছে তাই আশাকরি সবাই পানিদশা থেকে মুক্তি পেল। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম বলেন, বিষয়টি জানার পরপরই আমি সে স্থানে যাই। দ্রুততার সঙ্গে মানুষের এ দুর্ভোগ নিরসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। এখন ড্রেনেজ ব্যবস্থা হয়েছে। ওই এলাকার বাসিন্দারা আর পানিতে বসবাস করতে হবেনা।