জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, নারীদের ভয় দেখিয়ে বলা হয় ইসলাম ক্ষমতায় আসলে সবাইকে বোরকা পড়াতে হবে এ ধারনা ঠিক নয়, ইসলাম ক্ষমতায় গেলে পেশাগত পরিচয়ে মর্যাদা ও নিরাপত্তা পাবে।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে কুমিল্লা টাউনহল মাঠে জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী শাখার আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।
দেশ গঠনে জামায়াতে ইসলামী ঐক্যবদ্ধ। জামায়াতে ইসলামীর ১৭ জন নেতাকর্মীকে ফাঁসী দিয়ে হত্যা করা হয়েছিল। আমাদের অফিস বন্ধসহ, গুম, খুন-হত্যা, ঝুলুম নিপিড়ন করা হয়েছে৷ তাও আমরা পিছপা হইনি এবং কারও সাথে আপোষও করেনি।
তিনি আরও বলেন, সংবাদকর্মী দেশের চতুর্থ স্তম্ব, তাই আপনারা কালোকে কালো বলতে হবে। সাদাকে সাদা বলবেন। আমরা যদি আমার মধ্যে কালো দেখেন আমাকেও নিয়ে লিখবেন। দেশ গঠনে আপনাদের সহযোগিতা প্রয়োজন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন দলটির নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মু. তাহের। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা মাওলানা এটিএম মাছুম, মওলানা আব্দুল হালিম, মুহাম্মদ আবদুর রব, অ্যাড. জসিম উদ্দিন সরকার, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাড. মু. শাহজাহান ও কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ প্রমুখ