ফেনীর ছাগলনাইয়া থানাধীন পুরাতন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কন্ট্রাক্টর মসজিদ বাজারে দ্রুত ও বেপরোয়া গতির ডাম্প ট্রাক চাপায় মোঃ আরিফ হত্যা মামলার ঘাতক চালক মোঃ সুমন’কে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
নিহত ভিকটিম মোঃ আরিফ (৩৫) ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন পূর্ব পাঠাননগর এলাকার মৃত সোলতান আহম্মদ এর ছেলে। সে পাঠাননগর বাজারে ফ্রিজ মেকানিক এর কাজ করে আসছিল। গত ১৭ জুলাই ২০২৪ তারিখে সকাল ১০. ২০ মিনিটে মোঃ আরিফ নিজ বাড়ি হতে মোটরসাইকেল যোগে তার প্রতিষ্ঠানে যাওয়ার সময় ছাগলনাইয়া থানাধীন কন্ট্রাক্টর মসজিদ বাজার রোডে পৌঁছালে ফেনী-ছাগলনাইয়া সড়কে বিপরীতে দিক থেকে আসা দ্রুত ও বেপরোয়া গতির ডাম্প ট্রাক এসে ভিকটিমকে চাপা দেয়। এতে ভিকটিম মোঃ আরিফ ডাম্প ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে তার মাথার মগজ বের হয়ে গুরুতর রক্তাক্ত যখম হয়ে ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় নিহত ভিকটিম এর ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে ফেনী জেলার ছাগলনাইয়া থানায় ডাম্প ট্রাক চালককে আসামি করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১১/১২২, তারিখ- ১৭ জুলাই ২০২৪ইং, ধারা-২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯৮/১০৫।
র্যাব-৭, চট্টগ্রাম বর্ণিত মামলার ক্লুলেস পলাতক আসামি’কে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরদারির এক পর্যায়ে র্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, সূত্রে বর্ণিত মামলার একমাত্র আসামি ডাম্প ট্রাক চালক মোঃ সুমন ফেনী জেলার ফেনী সদর হাসপাতাল এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ১২. ৫৫ মিনিটে বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি মোঃ সুমন (৪১), পিতা- মৃত দেনু মিয়া, সাং- জয়পুর, থানা- ছাগলনাইয়া, জেলা- ফেনী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে ঘাতক ডাম্প ট্রাকের চালক এবং কন্ট্রাক্টর মসজিদ বাজার পাকা রাস্তার উপর দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ী চালিয়ে ভিকটিম আরিফ’কে হত্যা করার কথা স্বীকার করে। জিজ্ঞাসাবাদের সে আরো জানায় যে উক্ত ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নিকট হতে গ্রেফতারের এড়ানোর জন্য সে ফেনী জেলার বিভিন্ন স্থানে ছদ্মনাম ধারণ করে আত্মগোপন করে আসছিল। গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে ফেনী জেলার ছাগলনাইয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।