বুধবার , ৩০ অক্টোবর ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অংকুরের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে– ‘সঞ্চালক’ হিসেবে আবারও স্বীকৃতি পেলেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া :
অক্টোবর ৩০, ২০২৪ ৮:১৭ অপরাহ্ণ
পঠিত: ১১ বার

সাংবাদিকতার পর ‘অনুষ্ঠান সঞ্চালক’ হিসেবে আবারও স্বীকৃতি (সম্মাননা স্মারক) পেলেন বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গৌরাঙ্গ দেবনাথ অপু। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে অবস্থিত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল রাতে স্থানীয় শিশু কিশোর সংগঠন ‘অংকুর’ এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত ‘গুণীজন সংবর্ধনা’ অনুষ্ঠানে তিনি এই স্বীকৃতি পান।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম ‘প্রধান অতিথি’ হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংবাদিক অপুর হাতে ‘সম্মাননা স্মারক’ তুলে দেন।
এ অনুষ্ঠানে ‘গুণীজন’ হিসেবে আরও ৬ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মননা স্মারক দেয়া হয়। এঁরা হলেন- সাহিত্যে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার অতিথি অধ্যাপক মানবর্দ্ধন পাল (সাহিত্য), বিশিষ্ট সেতার ও বংশীবাদক সঞ্জীত কুমার রায় (যন্ত্রসঙ্গীত), কণ্ঠশিল্পী রওনক জাহান রাইসা (সঙ্গীত)।
সম্মাননা পাওয়া গুণীজনদের প্রত্যেককে ৫ হাজার টাকার প্রাইজবন্ড মানিও দেয়া হয়।
এছাড়া ‘শ্রেষ্ঠ সংগঠক’ হিসেবে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক পেয়েছেন অংকুরের উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ জাকারিয়া ও সহ সভাপতি অরুপ রায় অপু ও যুগান্তরের হেলাল উদ্দিন।
অংকুর পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি আনিসুল হক রিপনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ব্রাক্ষণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্রাক্ষণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয়নাল আবদীন, বিশিষ্ট লেখক-গবেষক শাহ সানাউল হক (সাবেক যুগ্ম সচিব), জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেটর একেএম কামরুজ্জামান মামুন, ব্রাক্ষণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, চ্যানেল আই সেরা কণ্ঠের নন্দিত কণ্ঠশিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিক, ও বিশিষ্ট সমাজসেবক কবি দেওয়ান মারুফ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদেরকেও ‘অতিথি স্মারক’ দেয়া হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাবেক সাধারণ সম্পাদক কবি আবদুল মান্নান সরকার, অংকুরের উপদেষ্টা এডভোকেট হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।
সম্মাননা স্মারক প্রদান শেষে দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সিনিয়র সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গৌরাঙ্গ দেবনাথ অপু।
আয়োজকরা জানা, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু গত প্রায় তিনদশক ধরে সুসাংবাদিকতার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডের সঙ্গেও ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন। সাংবাদিকতার পাশাপাশি অনুষ্ঠান সঞ্চালনা, আবৃত্তি ও একজন শক্তিমান নাট্য অভিনেতা হিসেবেও তাঁর সুখ্যাতি রয়েছে।
এছাড়া তিনি নিউজ পোর্টাল নবীনগরের কথার সম্পাদক হিসেবে গত প্রায় চার বছর ধরে নবীনগরের কথা নামের ফেসবুক পেইজ থেকে নিয়মিতভাবে একটি জনপ্রিয় ও দর্শকনন্দিত লাইভ টকশো সপ্তাহের দু’দিন সঞ্চালনা করে যাচ্ছেন। ইতিমধ্যে তাঁর প্রাণবন্ত সঞ্চালনায় নবীনগরের কথার ৩১৫টি ফেসবুক লাইভ টকশো প্রচারিত হয়েছে। যা সকল মহলে প্রশংসিত। তাঁর পরিকল্পনা ও নান্দনিক সঞ্চালনায় নবীনগরের কথার ভার্চুয়াল লাইভ টকশোতে ইতিমধ্যে দেশ বিদেশের বিভিন্ন পেশার স্বনামধন্য অসংখ্য গুণী ও আলোকিত বিশিষ্টজনেরা অংশ নিয়েছেন।
এদিকে ‘অনুষ্ঠান সঞ্চালক’ হিসেবে আবারও সম্মাননা স্মারক (ক্রেষ্ট) প্রদান করায় সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু অংকুর শিশু কিশোর সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আনিছুল হক রিপনের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
এ বিষয়ে অংকুরের প্রতিষ্ঠাতা ও সভাপতি, অংকুর ফেসবুক লাইভের নন্দিত উপস্থাপক আনিছুল হক রিপন বলেন,’গৌরাঙ্গ দেবনাথ অপু আমাদের জেলায় কেবল একজন স্বনামধন্য সাংবাদিকই নন, তিনি বিশুদ্ধ উচ্চারণ ও সাবলীল উপস্থাপনার ক্ষেত্রেও একজন অত্যন্ত দক্ষ ও নন্দিত সঞ্চালক।
তিনি গতকালও অংকুরের গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানটি একটানা চারঘন্টা ধরে নান্দনিক উপস্থাপনার মাধ্যমে তিনি সকল মহলের নজর কেড়েছেন। তাই আমরা একজন সত্যিকারের সুযোগ্য সঞ্চালককে আবারও ‘সম্মাননা স্মারক’ প্রদান করেছি।
আমরা মনে করি, অংকুর পরিবার সত্যিকারের একজন অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিকেই সঞ্চালনার ক্ষেত্রে ‘সম্মাননা স্মারক’টি প্রদান করে সঠিক ও যথাযথ কাজটি করেছি।’

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।    ©www.newsnestbd.com, address: 10/3/1 Toynbee Circular Road, Motijheel Dhaka-1000.

সর্বশেষ - কুমিল্লা

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় ১২২ বোতল ফেন্সিডিলসহ আটক ০২

হয়রানী করতে মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছাত্র আন্দোলনে আঃ লীগ নেতা হারুনুর রশিদ বাবুলকে ০২ মামলায় গ্রেফতার দেখানো নিয়ে গুঞ্জন

বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ

এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার গ্রেপ্তার

দীপ্ত টিভির তামিম হত্যা: বিএনপি নেতা রবিকে শোকজ

‘সরকারের বিরুদ্ধে মন খুলে সমালোচনা করুন’

কুমিল্লায় র‍‍্যাব এর অভিযানে পাসপোর্ট দালাল চক্রের মূলহোতাসহ ৫ জন আটক।

কুমিল্লায় সদর দক্ষিনে আনারস গাছ কেটে তছনছ।

কুমিল্লায় বরুড়ায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক