শনিবার , ৫ অক্টোবর ২০২৪ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শেরপুর ও ময়মনসিংহে বন্যায়, তলিয়ে গেছে ১৬৩ গ্রাম

অনলাইন ডেস্ক :
অক্টোবর ৫, ২০২৪ ৩:০৩ পূর্বাহ্ণ
পঠিত: ৩১ বার

শেরপু‌রের না‌লিতাবাড়ী‌তে টানা বর্ষণ ও পাহা‌ড়ি ঢ‌লের পা‌নি‌তে না‌লিতাবাড়ী-নাকুগাঁও স্থলবন্দর দু্ই লেন সড়‌কের ওপর দি‌য়ে পা‌নি প্রবাহিত হ‌চ্ছে। 

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুর ও ময়মনসিংহের বেশ কিছু অংশে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। শেরপুরের নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় কমপক্ষে ১১৩টি গ্রাম এবং ময়মনসিংহের ধোবাউড়ায় ৫০টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবারের মানুষ।

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ভোগাই ও চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে ও পানি উপচে পড়ছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নদী দুটির পানি বাড়তে শুরু করে। রাতে পানির তোড়ে পোড়াগাঁও, নয়াবিল, রামচন্দ্রকুড়া, বাঘবেড় ইউনিয়নসহ পৌরসভার গড়কান্দা ও নিচপাড়া এলাকা প্লাবিত হয়। চেল্লাখালী নদীর পানিতে তলিয়ে গেছে নন্নী-আমবাগান সড়ক, নন্নী-মধুটিলা ইকোপার্ক সড়ক, আমবাগান-বাতকুচি সড়ক। এসব সড়কে যান চলাচল বন্ধ আছে।

ঝিনাইগাতীতে উপজেলা পরিষদ চত্বর, সদর বাজারসহ ৪০ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গতকাল শুক্রবার মহারশি ও সোমেশ্বরী নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় প্রায় পাঁচ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে।

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তঘেঁষা রানীশিমুল ও সিঙ্গাবরুণা ইউনিয়নের ১৩ গ্রামের প্রায় দুই হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ঢলের পানিতে অনেক সড়ক তলিয়ে যাওয়ায় যাতায়াত বন্ধ হয়ে গেছে। আমনের খেত নিমজ্জিত হয়েছে।

শেরপুর ও ময়মনসিংহে আকস্মিক বন্যা, তলিয়ে গেছে ১৬৩ গ্রাম

শেরপু‌রের না‌লিতাবাড়ী‌তে টানা বর্ষণ ও পাহা‌ড়ি ঢ‌লের পা‌নি‌তে না‌লিতাবাড়ী-নাকুগাঁও স্থলবন্দর দু্ই লেন সড়‌কের ওপর দি‌য়ে পা‌নি প্রবাহিত হ‌চ্ছে। গতকাল বি‌কে‌লে উপজেলার হা‌তিপাগার গ্রামে
শেরপু‌রের না‌লিতাবাড়ী‌তে টানা বর্ষণ ও পাহা‌ড়ি ঢ‌লের পা‌নি‌তে না‌লিতাবাড়ী-নাকুগাঁও স্থলবন্দর দু্ই লেন সড়‌কের ওপর দি‌য়ে পা‌নি প্রবাহিত হ‌চ্ছে। গতকাল বি‌কে‌লে উপজেলার হা‌তিপাগার গ্রামেছবি: প্রথম আলো

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুর ও ময়মনসিংহের বেশ কিছু অংশে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। শেরপুরের নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় কমপক্ষে ১১৩টি গ্রাম এবং ময়মনসিংহের ধোবাউড়ায় ৫০টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবারের মানুষ।

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ভোগাই ও চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে ও পানি উপচে পড়ছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নদী দুটির পানি বাড়তে শুরু করে। রাতে পানির তোড়ে পোড়াগাঁও, নয়াবিল, রামচন্দ্রকুড়া, বাঘবেড় ইউনিয়নসহ পৌরসভার গড়কান্দা ও নিচপাড়া এলাকা প্লাবিত হয়। চেল্লাখালী নদীর পানিতে তলিয়ে গেছে নন্নী-আমবাগান সড়ক, নন্নী-মধুটিলা ইকোপার্ক সড়ক, আমবাগান-বাতকুচি সড়ক। এসব সড়কে যান চলাচল বন্ধ আছে।

ঝিনাইগাতীতে উপজেলা পরিষদ চত্বর, সদর বাজারসহ ৪০ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গতকাল শুক্রবার মহারশি ও সোমেশ্বরী নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় প্রায় পাঁচ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে।

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তঘেঁষা রানীশিমুল ও সিঙ্গাবরুণা ইউনিয়নের ১৩ গ্রামের প্রায় দুই হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ঢলের পানিতে অনেক সড়ক তলিয়ে যাওয়ায় যাতায়াত বন্ধ হয়ে গেছে। আমনের খেত নিমজ্জিত হয়েছে।

রানীশিমুল ইউনিয়নের হালুয়াহাটি গ্রামের কাশেম মিয়া বলেন, গতকাল ভোরে হঠাৎ বাড়ির উঠানে পানি দেখতে পান। দুপুরের দিকে একমাত্র বসতঘরটি প্রায় তলিয়ে গেছে।

ময়মনসিংহের ধোবাউড়ায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নেতাই নদের বাঁধ ভেঙে উপজেলার অন্তত ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। এলাকাগুলো বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়ায় মুঠোফোনের নেটওয়ার্কও নেই।

উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর বলেন, দিনভর টানা বৃষ্টি চলছে। গতকাল বিকেল থেকে নেতাই নদের বাঁধ ভাঙতে শুরু করে। কালিকাবাড়ি, পঞ্চনন্দপুর, সেহাগীপাড়া, মন্দিরঘোনাসহ বেশ কয়েকটি জায়গায় বাঁধ ভেঙে গেছে। পাহাড়ি ঢলে অন্তত ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।    ©www.newsnestbd.com, address: 10/3/1 Toynbee Circular Road, Motijheel Dhaka-1000.

সর্বশেষ - কুমিল্লা

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লার মুরাদনগর উপজেলায়, বাঙ্গরা থানায় হামলায় নারীসহ আহত ২।

র‍্যাবের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি

কুমিল্লায় বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক এক

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ২৮.৫ কেজি গাঁজাসহ আটক তিন

দীপ্ত টিভির তামিম হত্যা: বিএনপি নেতা রবিকে গ্রেফতারে বাসায় পুলিশের অভিযান

কুমিল্লার সদর দক্ষিণে সড়ক দুর্ঘটনায় নিহত এক

পূজার ডিউটিতে আনসার থেকে লাখ টাকার বাণিজ্য

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বাড়ছে বন্দি সংখ্যা

কুমিল্লায় এলিট ফোর্সের অভিযানে ৩৪৮ বোতল ফেন্সিডিল ও ১,৯২৫ পিস ইয়াবা’সহ আটক ০২

কুমিল্লায় পদুয়ার বাজার বিশ্বরোডে ঈদের দিনেও নেই গ্যাস, ভোগান্তীতে নগরবাসী।